IQNA

কানাডাই কুরআন তেলাওয়াত মাহফিল

22:21 - August 05, 2013
সংবাদ: 2571630
কুরআনিক কার্যক্রম বিভাগ: কানাডাই মাছুমিন ইসলামিক সেন্টারের পক্ষ থেকে ৫ম আগস্টে পবিত্র কুরআন তেলাওয়াত মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আমেরিকান শাখার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: কানাডাই মাছুমিন ইসলামিক সেন্টারের প্রতিবেদন অনুযায়ী, কুরআন তেলাওয়াত মাহফিল স্থানীয় সময় সন্ধ্যা ৭ ঘটিকায় শুরু হয়েছে।
উক্ত কুরআন তেলাওয়াত মাহফিলে সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়েছে এবং মাগরিব ও ঈশার নামজ আদয় করার পর উপস্থিত সকলকের জন্য ইফতার প্রদান করা হয়েছে।
1268642

captcha