IQNA

ইউক্রেনের বৃহত্তম মসজিদে ইফতার মাহফিল

19:16 - August 06, 2013
সংবাদ: 2572215
কুরআনিক কার্যক্রম বিভাগ: ইউক্রেনের রাজধানী কিয়েভে এদেশের বৃহত্তম মসজিদ ‘আর-রহমান’এ রোজাদারদের জন্য ইফতার বিতরণ করা হয়েছে।
ইউরোপিয়ান শাখার বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইউক্রেনের মুসলিম ধর্মীয় প্রশাসন বিভাগের প্রতিবেদন অনুযায়ী, ইফতার মাহফিল ৪র্থ আগস্টে কিছু ইসলামী ও অ-ইসলামী দেশের এমবাসার, বিভিন্ন সংস্থার কর্মকর্তা মণ্ডলী, ওলামাগণ, ধর্মীয় নেত এবং সাধারণ জনগণ উপস্থিত অনুষ্ঠিত হয়েছে।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে উক্ত ইফতার মাহফিল শুরু হয়েছে এবং পরবর্তীতে ইউক্রেনের ধর্মীয় নেতা শেখ আহমেদ তামীম পবিত্র রমজানের ফজিলতের আলোকে মূল্যবান বক্তৃতা পেশ করেন।
1268945
captcha