ইউরোপিয়ান শাখার বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: হ্যামবুর্গ ইসলামিক সেন্টারের প্রতিবেদন অনুযায়ী, যে সকল ব্যক্তি নিজে এবং তার পরিবারের সকল খরচ বহন কর তার উপর ফেতরা প্রদান ওয়াজিব এবং চলতি বছরে জার্মানের প্রত্যেক মুসলমানদের ফেতরার জন্য ৭.৫০ ইউরো নির্ধারণ করা হয়েছে।
এছাড়াও যে সকল ব্যক্তি রোজা রাখতে অক্ষম তাদের জন্য ফেতরার পরিমাণ ২.৫০ ইউরো নির্ধারণ করা হয়েছে।
হ্যামবুর্গ ইসলামিক সেন্টার কর্তৃপক্ষ এদেশের মুসলমানদের পবিত্র ঈদুল ফিতরের ফেতরার বিষয়ে অধিক তথ্য জানার জন্য উক্ত সেন্টারের তথ্য কেন্দ্র যোগাযোগ করার জন্য আহ্বান জানিয়েছেন।
1269731