IQNA

সুইডেনে ফেতরার পরিমাণ নির্ধারণ

17:23 - August 08, 2013
সংবাদ: 2573062
সামাজিক বিভাগ: সুইডেনে ইমাম আলী (আ.) নামক ইসলামিক সেন্টার, এদেশের প্রত্যেক মুসলমানের জন্য ফেতরার পরিমাণ ৬০ ক্রোনার নির্ধারণ করেছে।

ইউরোপিয়ান শাখার বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইমাম আলী (আ.) ইসলামিক সেন্টারের প্রতিবেদন অনুযায়ী, পবিত্র রমযান মাস শেষ হওয়ায় ও ঈদুল ফিতর আগমনের ফলে প্রত্যেক মুসলমানদের জন্য ফেতরা প্রদান ওয়াজিব।
উক্ত সংস্থার কর্তৃপক্ষ আরও বলেছেন, ফেতরার টাকা পবিত্র ঈদের দিনের যোহরের নামাজের আগের প্রদান করতে হবে, যাতে করে এই টাকা সময় মত দুস্থ ও অভাবগ্রস্তদের নিকট পৌছায়।
1269773
captcha