IQNA

হ্যামবুর্গে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত

14:06 - August 11, 2013
সংবাদ: 2573666
সামাজিক বিভাগ: হ্যামবুর্গে ইসলামিক সেন্টারে বিভিন্ন দেশের মুসলিম অধিবাসীদের উপস্থিতিতে ৯ম আগস্টে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে।
ইউরোপিয়ান শাখার বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: হ্যামবুর্গে ইসলামিক সেন্টারের প্রতিবেদন অনুযায়ী, ঈদুল ফিতরের নামাজ উক্ত সেন্টারের সভাপতির ইমামতিতে অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র ঈদুল ফিতরের নামাজের আগে কুরআন তেলাওয়াত করা হয়েছে।
উক্ত ঈদের নামাজে সকল মুসলমানদের স্বাগত জানানো হয়েছে। নামাজের পর আয়াতুল্লাহ রমাযানই ঈদের খুতবা বায়ান করেন।
1270635
captcha