কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত প্রতিযোগিতা ‘UBC’ টিভির সহযোগিতায় ৫ থেকে ১৫, ১৫ থেকে ১৮ এবং ১৮ থেকে ২২ বছরের যুবকদের জন্য অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগিতার শুরুতেই ইরানী কালচারাল কাউন্সিলার ‘আমির হোসেন নিকবিন’ বলেছেন, কুরআন, পবিত্র গ্রন্থ এবং বিশ্বের সকল মুসলমানদের যৌথ ভাষা।
‘UBC’ টিভির প্রধান, খৃস্টান ধর্মের অনুসারী। তিনি এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, উগান্ডার অধিকাংশ জনগণই মুসলমান এবং মুসলমানদের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে ‘UBC’ টিভি সর্বদা পাশে থাকবে এবং তিনি ইসলামী প্রজাতন্ত্র ইরানের আরও বেশী সহযোগিতা প্রত্যাশা করেছে।
উক্ত প্রতিযোগিতায় ইরানী এবং উগান্ডার বিচারকমণ্ডলী বিচারকার্য পরিচালনা করেছে এবং উত্তীর্ণদের মূল্যবান পুরস্কার প্রদান করা হয়েছে।
1271122