IQNA

কানাডায় অনুষ্ঠিত হবে দোয়া-ই-কুমাইলের অনুষ্ঠান

16:30 - August 13, 2013
সংবাদ: 2574807
কুরআনিক কার্যক্রম বিভাগ: কানাডার মাছুমিন ইসলামিক কেন্দ্রের পক্ষ থেকে ১৫ই আগস্টে দোয়া-ই-কুমাইলের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
আমেরিকান শাখার বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: কানাডার মাছুমিন ইসলামিক কেন্দ্রের প্রতিবেদন অনুযায়ী, বরকতময় দোয়া-ই-কুমাইলের অনুষ্ঠান ১৫ই আগস্ট বৃহস্পতিবারে মাগরিব ও ঈশার নামাজের পর উক্ত ইসলামিক কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
এই অনুষ্ঠানে দোয়া-ই-কুমাইল ছাড়াও পবিত্র কুরআন থেকে ইয়াসিন সূরা পাঠ, জিয়ারতে ওয়ারেছ এবং ইসলাম ধর্মের আলোকে হুজ্জাতুল ইসলাম শেখ জাফর মূল্যবান বক্তৃতা পেশ করবেন।
উল্লেখ্য যে, উক্ত দোয়ার অনুষ্ঠান স্থানীয় সময় ১৭:৪৫ মিনিটে আহলে বায়েত ভক্তদের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে।
1271799

captcha