IQNA

টরেন্টোয় যুবকদের জন্য আহকাম শিক্ষার ক্লাস

23:17 - August 14, 2013
সংবাদ: 2575468
সামাজিক বিভাগ: কানাডার টরেন্টো শহরে ইমাম আলী (আ.) ইসলামিক সেন্টারের পক্ষ থেকে যুবকদের জন্য ১৫ই আগস্টে আহকাম শিক্ষার ক্লাস অনুষ্ঠিত হবে।
আমেরিকান শাখার বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইমাম আলী (আ.) ইসলামিক সেন্টারের প্রতিবেদন অনুযায়ী, উক্ত আহকাম শিক্ষার ক্লাসে ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে এবং ইসলামী শিক্ষা অর্জনের মাধ্যমে সুষ্ঠ ভাবে জীবন পরিচালনার পদ্ধতি যুবকদের প্রশিক্ষণ দেওয়া হবে।
ইমাম আলী (আ.) ইসলামিক সেন্টারের কর্তৃপক্ষ জানিয়েছেন, ইসলামি আহকাম শিক্ষার ক্লাস ইচ্ছুক ব্যক্তি মহোদয়ের জন্য প্রতি সপ্তাহে একদিন করে অব্যাহত রাখার চেষ্টা করবে।
উল্লেখ্য যে, এই ক্লাস ইংরেজি ভাষায়, স্থানীয় সময় রাত ৮টায় শুরু হবে এবং ৯ টা পর্যন্ত অব্যাহত থাকবে।
1272505
captcha