IQNA

সিঙ্গাপুরে ইসলাম পরিচিতির আলোকে বিশেষ কোর্স

18:51 - August 15, 2013
সংবাদ: 2575593
কুরআনিক কার্যক্রম বিভাগ: সিঙ্গাপুরে দারুল এরকম ইন্সটিটিউটের পক্ষ থেকে ১৭ই আগস্ট নও মুসলমানদের জন্য ইসলামের প্রাথমিক পরিচিতির আলোকে বিশেষ কোর্স শুরু হবে।
কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: দারুল এরকম ইন্সটিটিউটের প্রতিবেদন অনুযায়ী, এই কোর্সে নও মুসলমানদের ইসলামের সঙ্গে বেশী করে পরিচয় করানো এবং ইসলামের মূল নীতির সহকারে অন্যান্য বিষয়ে ধারণা দেওয়া হবে।

উল্লেখ্য যে, ইসলামের প্রাথমিক পরিচিতির আলোকে বিশেষ কোর্স দারুল এরকম ইন্সটিটিউটের মিলনায়তনে স্থানীয় সময় দুপুর ২ টায় শুর হবে এবং বিকাল ৪টা পর্যন্ত অব্যাহত থাকবে।
1272636
captcha