IQNA

‘মুহাম্মাদ’ নামটি ব্রিটেনে দ্বিতীয় জনপ্রিয়তম নাম

18:47 - August 16, 2013
সংবাদ: 2575770
আন্তর্জাতিক বিভাগ: ২০১২ সালে লন্ডনে ‘মুহাম্মাদ’ নামটি সবচেয়ে বেশী জনপ্রিয় নাম এবং ব্রিটেন জুড়ে দ্বিতীয় জনপ্রিয় নাম হিসেবে বিবেচিত হয়েছে।
‘al-kanz’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ব্রিটেনের জাতীয় নাম নিবন্ধন অফিস জানিয়েছে, ২০১২ সালে ‘মুহাম্মাদ’ নামটি লন্ডনে সবচেয়ে বেশী জনপ্রিয় নাম এবং ব্রিটেন জুড়ে দ্বিতীয় জনপ্রিয় নাম হিসেবে পরিচিতি লাভ করেছে।
ব্রিটেনের জাতীয় নাম নিবন্ধন অফিসের প্রতিবেদন অনুযায়ী, ব্রিটেনের পরিবারের পক্ষ থেকে ৭ হাজার ১৩৯ জন শিশুর নাম ‘মুহাম্মাদ’ রাখা হয়েছে।
২০১২ সালে ব্রিটেনে ‘মুহাম্মাদ’ নামের তুলনায় হ্যারি নামটি মাত্র ২৯ বার বেশী হওয়ার ফলে হ্যারি নামটি প্রথম স্থানে রয়েছে।
ফ্রান্সে ২০০৯ সালে ‘সেন সেন ড্যানি’ শহর এবং ২০১০ সালে ‘মেরসি’ শহরে ‘মুহাম্মাদ’ নামটি সবচেয়ে বেশী জনপ্রিয়তা পেয়েছে।
এছাড়াও ‘মুহাম্মাদ’ নামটি ২০০৭ সালে ব্রাসেলসে ও ২০০৮ সালে ইতালির ‘মিলান’ শহরে এবং ২০১২ সালে নরওয়ের রাজধানী ‘অসলো’য় সবচেয়ে বেশী জনপ্রিয়তা পেয়েছে।
1272666
captcha