IQNA

আমেরিকায় নও মুসলমানদের জন্য ইসলাম পরিচিতির আলোকে বিশেষ কোর্স

16:31 - August 18, 2013
সংবাদ: 2576962
কুরআনিক কার্যক্রম বিভাগ: আমেরিকার ক্যালিফোর্নিয়া রাজ্যের সান ডিয়েগো শহরের ইসলামিক কেন্দ্রের পক্ষ থেকে ১৯শে আগস্ট নও মুসলমানদের জন্য ইসলাম পরিচিতির আলোকে বিশেষ কোর্স অনুষ্ঠিত হবে।
আমেরিকান শাখার বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: সান ডিয়েগো শহরের ইসলামিক কেন্দ্রের প্রতিবেদন অনুযায়ী, এই প্রশিক্ষণ ক্লাস শুধুমাত্র এদেশের পুরুষদের জন্য অনুষ্ঠিত হবে এবং ইসলাম ধর্মের মূল বিষয়ের আলোকে আলোচনা করা হবে।
ইসলাম পরিচিতির আলোকে বিশেষ কোর্স উক্ত ইসলামিক সেন্টারের লাইব্রেরিতে স্থানীয় সময় সন্ধ্যা ৭ ঘটিকায় শুরু হবে এবং রাত ৮টা পর্যন্ত অব্যাহত থাকবে।
1274105

captcha