IQNA

ভারতে হাজীদের জন্য হজ আমলের প্রশিক্ষণ

16:23 - August 20, 2013
সংবাদ: 2578033
চিন্তা বিভাগ: ভারতে উত্তর প্রদেশ রাজ্যে লাকনু শহরে হায়দারী নামক আঞ্জুমানের পক্ষ থেকে চলতি বছরের হজ যাত্রীদের জন্য হজ আমলের বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: হজ যাত্রীদের জন্য হজ আমলের বিশেষ প্রশিক্ষণ ১৯শে আগস্ট অনুষ্ঠিত হয়েছে। আয়াতুল্লাহ ওয়াহিদ খোরাসানির প্রতিনিধী হুজ্জাতুল ইসলাম মুহাম্মাদ আবেদী হজ তীর্থযাত্রীদের জন্য এহরাম, তাওয়াফ এবং হজের অমল প্রশিক্ষণ দিয়েছেন।

লাকনুর জুম্মার নামাজের খতিব হুজ্জাতুল ইসলাম জাওয়াদ তাকাভী, সংস্কৃতি ইনস্টিটিউটের পরিচালক হুজ্জাতুল ইসলাম হায়দার আলী উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং পবিত্র কুরআন ও মাছুমিনদের হাদীসের দৃষ্টিতে হজের গুরুত্বের আলোকে মূল্যবান বক্তৃতা পেশ করেন।
1275213
captcha