IQNA

কিরগিজস্তানে আন্তর্জাতিক সম্মেলন ‘আঞ্চলিক নিরাপত্তা ও ধর্ম’ উদযাপন

16:14 - August 22, 2013
সংবাদ: 2578748
কুরআনিক কার্যক্রম বিভাগ: কিরগিজস্তানের রাজধানী বিশকেকে ২১শে আগস্ট ‘আঞ্চলিক নিরাপত্তা ও ধর্ম’ নামক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মধ্য এশিয়া শাখার বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ‘আঞ্চলিক নিরাপত্তা ও ধর্ম’ নামক আন্তর্জাতিক সম্মেলন মুসলিম ওলামা পরিষদের পক্ষ থেকে বিভিন্ন দেশ থেকে আগত ওলামা ও মুফতি গণদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সম্মেলনে অংশগ্রহণ করার জন্য কাজাখিস্তান, তাজিকিস্তান, আফগানিস্তান, কুয়েত সহ রাশিয়া ওলামা পরিষদের প্রতিনিধি দল বিশকেকে উপস্থিত হয়েছেন এবং কিরগিজস্তানের সংসদ সদস্যরা সকল মেহমানদের অভ্যর্থনা জানিয়েছেন।
1276059
captcha