IQNA

৬টি ভাষায় সমৃদ্ধ হল ‘ইসলামী জাগরণ’ ওয়েবসাইট

13:12 - August 25, 2013
সংবাদ: 2579849
সামাজিক বিভাগ: আল-মুস্তাফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আঞ্জুমান কর্তৃক পরিচালিত ‘ইসলামী জাগরণ’ ওয়েবসাইটটি বর্তমানে ছয়টি ভাষায় সমৃদ্ধ হয়েছে।
কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: আল-মুস্তাফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আঞ্জুমান কর্তৃক পরিচালিত ‘ইসলামী জাগরণ’ ওয়েবসাইটটি ফার্সি, উর্দু, তুর্কি, বাংলা ও জার্মানি ভাষায় চালু করা হয়েছে।
উক্ত ওয়েবসাইটের প্রধান উদ্দেশ্য ইসলামী জাগরণের গুরুত্ব এবং ইসলামী জাগরণের প্রতি ইসলামি বিপ্লবের মহামান্য নেতা হযরত আয়াতুল্লাহ আল উজমা “সাইয়্যেদ আলী খামেনেয়ী” গুরুত্বপূর্ণ বানী সমূহ পর্যালোচনা করা।
‘ইসলামী জাগরণ’ ওয়েবসাইটটি islam-awakening.com ঠিকানায় বর্তমানে ফার্সি, উর্দু, তুর্কি, বাংলা, জার্মানি ভাষা সহ সম্প্রতি আরবি ভাষা যোগ করা হয়েছে।
1276952

captcha