ইউরোপিয়ান শাখার বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ফ্রান্সসিস্কা সাবাহ ও আয়াহ হায়দার কর্তৃক লিখিত ২০ পৃষ্ঠা বিশিষ্ট রঙ্গিন এই বইটি জার্মানের হাদীটেক পাবলিকেশন্স কর্তৃক প্রকাশিত হয়েছে।
‘আরকানে ইসলাম’ (ইসলামের মূল ভিত্তি) বইটিতে উসুলে দ্বীনের বিষয়ে ইমাম বাকের (আ.) এর বানী সমূহ শিশুদের বোঝার জন্য অতি সহজ ভাষায় ব্যক্ত করা হয়েছে।
1277072