IQNA

আমেরিকান দশটি দাতব্য ইন্সটিটিউটের তুলনায় একটি ইসলামী ইন্সটিটিউট শ্রেয়

15:38 - August 26, 2013
সংবাদ: 2580594
আন্তর্জাতিক বিভাগ: আমেরিকান দশটি দাতব্য ইন্সটিটিউটের তুলনায় একটি ইসলামী ইন্সটিটিউট শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত হয়েছে।
‘OnIslam’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: আমেরিকার ‘ত্রাণ ও উন্নয়নের হাত’ (HHRD) নামক ইন্সটিটিউটটি এদেশের দাতব্য ফাউন্ডেশনের মধ্যে ষষ্ঠ স্থানের অধিকারী হয়েছে।
আমেরিকার ছয় হাজার দাতব্য প্রতিষ্ঠানের মধ্যে ‘ত্রাণ ও উন্নয়নের হাত’ (HHRD) নামক ইন্সটিটিউটটি ষষ্ঠ স্থান লাভ করেছে।
‘ত্রাণ ও উন্নয়নের হাত’ ইন্সটিটিউটটি ৭০ পয়েন্টের মধ্যে ৬৯.২৫ পয়েন্ট পেয়ে ষষ্ঠ স্থান লাভ করেছে। ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা, দায়িত্ব ও অর্থনৈতিক কর্মক্ষমতা সহ অন্যান্য কার্যক্ষমতার মান নির্ধারণ করে পয়েন্ট প্রদান করা হয়েছে।
‘ত্রাণ ও উন্নয়নের হাত’ ইন্সটিটিউটটি এপর্যন্ত ৫০টির অধিক দেশে দুস্থদের সহায়তা প্রদান, অনাথ শিশুদের সাহায্য, চিকিৎসা ও স্বাস্থ্য সেবা, পূর্ত দারিদ্রদের সাহায্য প্রদান করেছে এবং উত্তর আমেরিকায় উক্ত ইন্সটিটিউটের ১৩টি শাখা রয়েছে।
উত্তর আমেরিকার ইসলামিক সেন্টারের (ICNA) সভাপতি ‘নাঈম বিঘ’ HHRD ইন্সটিটিউটকে অভিনন্দন জানিয়ে বলেছেন, HHRD ইন্সটিটিউটটি আমেরিকান সকল মুসলমানদের গর্ভ।
1277712

captcha