বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ধর্মীয় এ সংস্থা ইমাম সাদিক (আ.) এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজ ২রা সেপ্টেম্বর (সোমবার) আহলে বাইত (আ.) এর ভক্তদের জন্য বিশেষ কর্মসূচী হাতে নিয়েছে।
পবিত্র এ দিবস উপলক্ষে বিশেষ শোক অনুষ্ঠান হেরাত শহরের সাদিকিয়াহ অঞ্চলে অবস্থিত জামে মসজিদে স্থানীয় সময় বিকাল ৪টা হতে সন্ধ্যা ৬টা নাগাদ অনুষ্ঠিত হবে। একই সময়ে অপর শোক অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে খাতেমুল আম্বিয়া জামে মসজিদে।
ইমাম সাদিক (আ.) এর শাহাদাতের সন্ধ্যায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে বিশিষ্ট ধর্মীয় ব্যক্তিত্ববৃন্দ ও ওলামাগণ উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি আজ মাগরিব ও এশার নামাযান্তে হযরত বিবি খাদিজা মসজিদে অনুষ্ঠিত হবে।
বলাবাহুল্য, হেরাত শহরের অন্যান্য মসজিদও পবিত্র এ দিবস উপলক্ষে বিশেষ শোকানুষ্ঠানের আয়োজন করেছে।#1281179