IQNA

উত্তর আমেরিকায় কুরআন তেলাওয়াত শিক্ষার আসর

11:24 - September 03, 2013
সংবাদ: 2583883
কুরআনিক কার্যক্রম বিভাগ: উত্তর আমেরিকায় ইরানী মুসলিম ফাউন্ডেশনের পক্ষ থেকে ১ম সেপ্টেম্বরে ইংরাজি ভাষায় পরিচালিত কুরআন তেলাওয়াত শিক্ষার আসর শুরু হয়েছে।
আমেরিকান শাখার বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উত্তর আমেরিকায় ইরানী মুসলিম ফাউন্ডেশনের প্রতিবেদন অনুযায়ী, কুরআন তেলাওয়াত শিক্ষার আসর প্রতি সপ্তাহে রবিবার স্থানীয় সময় সকাল ১১ টায় শুরু হবে এবং দুপুর ১টা পর্যন্ত অব্যাহত থাকবে।
উল্লেখ্য যে, উক্ত কুরআন শিক্ষার আসরে সকল ইচ্ছুক ব্যক্তি মহোদয়কে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানানো হয়েছে।
1281217
captcha