কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ঢাকার হোসায়নি দালান, মোহাম্মাদ পুর ও মিরপুর ছাড়াও দেশের অন্যান্য শহর যেমন -খুলনা, খালিশপুর, যশোর, রাজশাহী, সিলেটে আহলে বায়েত ভক্তরা, আহলে বায়েতের ষষ্ঠ নক্ষত্র ইমাম জাফর সাদিক (আ.) এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিশেষ শোকানুষ্ঠান উদযাপন করেছেন।
উক্ত শোকানুষ্ঠানে ইমাম জাফর সাদিক (আ.) এর জীবনীর আলোকে বক্তৃতা, মার্সিয়া, নহওয়া পরিবেশন করা হয়েছে।
1281767