বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : পাক্ষিক ফজরের ১৭তম বর্ষের ১ম সংখ্যা গত রোববার প্রকাশিত হয়েছে।
এবারের সংখ্যায় যে, সকল গুরুত্বপূর্ণ শিরোনাম স্থান পেয়েছে সেগুলোর মধ্যে : শিয়া মুসলমানরা কি কোরআন বিকৃত হওয়ার ব্যাপারে বিশ্বাসী? কোরআন মানুষের মাঝে সাহস ও আশা যোগায়, কেন কুরআনে আলী ও আহলে বাইতের (আ.) নাম নেই? জুমআ’র দিনের ফযীলতসমূহ, হযরত মাসুমা (আ.) এর শুভ জন্মবার্ষিকী, ইমাম হুসাইনের (আ.) বাণী বিশ্ববাসীর নিকট পৌঁছে দেয়া আমাদের দায়িত্ব, ৭৩টি ফের্কার একটিমাত্র ফের্কাই কি জান্নাতি হবে? ইত্যাদি।
এছাড়া যে সকল গুরুত্বপূর্ণ লেখা স্থান পেয়েছে সেগুলো হচ্ছে : কাবাঘরের চারদিকে তাওয়াফে ঘড়ির কাঁটার বিপরীতে কেন ঘোরা হয়। কেন পিতার সম্পত্তি ছেলের তুলনায় মেয়ে অর্ধেক পায়? মার্কিন আগ্রাসনের পেছনে রয়েছে ইহুদিবাদী চক্র : নাসরুল্লাহ, আমিরুল মোমেনীন আলী (আ.) এর ওয়াসিয়াত কুমাইলের জন্য এবং ইমাম রেজা (আ.) এর আদর্শ আমাদের জীবন কর্মের উত্স হোক (সম্পাদকীয়)।#1289385