IQNA

ভারতে ‘আহলে সুন্নতের দৃষ্টিতে ইমাম রেজা (আ.)’ গ্রন্থ প্রকাশিত

2:19 - September 18, 2013
সংবাদ: 2591348
সামাজিক বিভাগ: ‘আহলে সুন্নতের দৃষ্টিতে ইমাম রেজা (আ.)’ গ্রন্থটি দিল্লিতে অবস্থিত ইরানী কালচারাল কাউন্সিলারের পক্ষ থেকে মোহাম্মাদ মোহসেন তাবাসি কর্তৃক অনুবাদ হয়েছে।
কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: অনুবাদক মোহাম্মাদ মোহসেন তাবাসি এই গ্রন্থে আহলে সুন্নতের দৃষ্টিতে ইমাম রেজা (আ.)-এর জীবনী, চরিত্র, হাদিস, ইমামত, বেলায়েত, কেরামত এবং জিয়ারতকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে।
‘আহলে সুন্নতের দৃষ্টিতে ইমাম রেজা (আ.)’ গ্রন্থটি আহলে সুন্নতের ২০০ গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। ৩০০ পাতা বিশিষ্ট এই গ্রন্থটি ১০০০ কপি প্রকাশিত হয়েছে এবং অসতানে কুদসে রাজাভি’র সহযোগিতায় অনুবাদ এবং প্রিন্ট হয়েছে।
1289329
captcha