IQNA

কাজাকিস্তানের হিজাবী নারীদের উপর চাপ বৃদ্ধি

22:50 - September 26, 2013
সংবাদ: 2595478
আন্তর্জাতিক বিভাগ: কাজাকিস্তানের বিভিন্ন প্রাথমিক এবং উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীরা হিজাব পরিধানের অভিযোগে শিক্ষক ও কর্মকর্তা কর্তৃক চাপের সম্মুখীন রয়েছে।
মধ্য এশিয়া শাখার বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: কাজাকিস্তানের শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ম এবং প্রবিধানে হিজাব নিষেধাজ্ঞার কথা উল্লেখ না থাকা স্বত্বেও সেদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তাগণ শিক্ষার্থীদের হিজাব পরিধানে বাধা প্রয়োগ করে আসছে এবং কোন কোন ক্ষেত্রে হিজাব পরার অভিযোগে স্কুল ছাত্রীদের বহিষ্কার করা হচ্ছে।
উল্লেখ্য যে, চলতি বছরের এপ্রিল মাসে কাজাকিস্তানের মুসলিম ধর্মীয় প্রশাসন বিভাগ ফতোয়া জারি করে বলেছেন, যদি কোন নারীকে হিজাব ব্যবহার না করার জন্য জোর করা হয় তাহলে তাকে অবমাননা করা হবে।
কাজাকিস্তানের মুসলিম ধর্মীয় প্রশাসন বিভাগ ফতোয়া অনুযায়ী, কাজাকিস্তানের তিনটি সংবিধান অনুযায়ী, ধর্মীয় প্রতিষ্ঠান সমূহে যদি কেহ, ব্যক্তি স্বাধীনতার (হিজাব ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে) উপর হস্তক্ষেপ করে তাহলে সে অপরাধ মূলক কাজ করবে এবং আইন ভঙ্গ কারির জরিমানা এবং শাস্তি হবে।
1293462

captcha