IQNA

মসুলের বৃদ্ধাশ্রম ধ্বংস করল দায়েশ

23:53 - January 20, 2016
সংবাদ: 2600142
আন্তর্জাতিক ডেস্ক: তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশে আজ (২০শে জানুয়ারি) ইরাকের মসুলে অবস্থিত খৃষ্টানদের প্রাচীনতম বৃদ্ধাশ্রম ধ্বংস করেছে।

মসুলের বৃদ্ধাশ্রম ধ্বংস করল দায়েশ
বার্তা সংস্থা ইকনা: ইরাকের মসুলে অবস্থিত খৃষ্টানদের প্রাচীনতম বৃদ্ধাশ্রম যা প্রায় ১৪০০ বছর পূর্বে নির্মাণ করা হয়েছিল সেটি ধ্বংস করেছে।

প্রতিবেদন অনুযায়ী, উপগ্রহ থেকে তোলা চিত্রে দেখা গিয়েছে যে, তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের সশস্ত্র সদস্যরা এ বৃদ্ধাশ্রমটি সম্পূর্ণরূপে ধ্বংস করেছে।

iqna




captcha