বার্তা সংস্থা ইকনা:
৩৫ বছর বয়সী মুহাম্মাদ রেজা হাক্কী নামের এ সন্ত্রাসী দায়েশের দৈত্য হিসেবে প্রসিদ্ধ।
প্রায় দুই সপ্তাহ পূর্বে সিরিয়ায় বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকরের একটি ভিডিও প্রকাশের
মাধ্যমে দায়েশের দৈত্যের প্রকৃত রূপ প্রকাশ পেয়েছে। দায়েশের পাঁচজন ছদ্মবেশীর মধ্যে
এ সন্ত্রাসী একজন।
এছাড়াও এ ফিল্মে লন্ডনের
সাবেক বিক্রেতা এবং বর্তমানে দায়েশের ‘নতুন যুদ্ধের জীবন’ নামে প্রসিদ্ধ ‘সৈয়দ হার্টা দেহার’-এর চেহারাও প্রকাশ
হয়েছে।



iqna