IQNA

9:40 - January 26, 2016
সংবাদ: 2600171
আন্তর্জাতিক ডেস্ক: আমিরাতের ৮২ বছরের এক বৃদ্ধা ১০ পারা কুরআন হেফজ করতে সক্ষম হয়েছেন।
কুরআন হেফজ করলেন আমিরাতের এক অশিক্ষিত বৃদ্ধা

বার্তা সংস্থা ইকনা: আমিরাতের রাস আল খাইমাহর ইজন নামক অঞ্চলের ৮২ বছরের বৃদ্ধা শেইখা জায়ন সাইয়িদ আল সুরিদীতার জীবনের শেষ বয়সে ১০ পারা কুরআন হেফজ করতে সক্ষম হয়েছেন।

তিনি অশিক্ষিত হওয়া সত্ত্বেও তার দৃঢ় ইচ্ছার কারণে পবিত্র কুরআনের ১০ পারা মুখস্থ করতে পেরেছেন।

সাইয়িদ আল সুরিদী অত্যন্ত দক্ষতাপূর্ণ ও কর্মশীল। তিনি গৃহপালিত পশু দেখাশোনা করেন এবং ভেষজ ওষুধের ক্ষেত্রে তার বিশেষ দক্ষতা রয়েছে।

উম্মে মুহাম্মাদ নামে প্রসিদ্ধ এই বৃদ্ধা ডিজিটাল ফন্ট কুরআনের (বিশেষ ধরণের স্পিকার বিশিষ্ট কলম এবং এই কলম দ্বারা নির্ধারিত কুরআনের যে স্থানে স্পর্শ করা হবে, ঠিক সেখানেই তেলাওয়াত করবে) মাধ্যমে অতি সহজেই কুরআন হেফজ করতে সক্ষম হয়েছেন।

তিনি বলেছেন: আমি লিখতে পরতে জানিনা। তবে এই ডিজিটাল ফন্ট কুরআনের মাধ্যমে আমি সহজে ও দ্রুত কুরআন হেফজ করতে সক্ষম হয়েছি। কারণ এই কলম পবিত্র কুরআনের যে স্থানেই স্পর্শ করা হোক না কেন, সেখানেই তেলাওয়াত করবে এবং নিজের ইচ্ছা মত তেলাওয়াত পুনরাবৃত্তি করা যায়।

পবিত্র কুরআনের অন্যান্য পারা মুখস্থ করার জন্য উম্মে মুহাম্মাদ ইজন নামক অঞ্চলের কুরআন স্টাডি সেন্টারে নিজের নাম নিবন্ধন করেছেন। এছাড়াও তিনি আমিরাতে অনুষ্ঠিত কুরআন হেফজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন।

iqna


নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য:
* captcha: