IQNA

দায়েশের অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে টু্‌ইটার

15:44 - February 06, 2016
সংবাদ: 2600235
আন্তর্জাতিক ডেস্ক: টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে, সন্ত্রাসী গোষ্ঠী বিশেষ করে দায়েশের অন্তর্গত এক লাখ পঁচিশ হাজার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে।
দায়েশের অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে টু্‌ইটার

বার্তা সংস্থা ইকনা: মার্কিন সামাজিক নেটওয়ার্ক ও মাইক্রোব্লগিংয়ের ওয়েবসাইট টুইটার জানিয়েছে, গত বছরের মাঝামাঝি থেকে এ পর্যন্ত তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের প্রায় এক লাখ পঁচিশ হাজার টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। বিভিন্ন ব্যক্তি, গোষ্ঠী বা দেশকে হুমকি দেওয়া এবং সন্ত্রাসী হামলার বিজ্ঞাপন প্রচারের জন্য এ সকল অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে।

এছাড়াও সন্ত্রাসী কার্যক্রম পর্যবেক্ষণ করার ক্ষেত্রে কর্মী বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সামাজিক নেটওয়ার্ক ও মাইক্রোব্লগিংয়ের ওয়েবসাইট টুইটারের কর্মকর্তা।

iqna

captcha