
ইকনা জানায়, কাফিল গ্লোবাল নেটওয়ার্কের ওয়েবসাইটের বরাতে—এই অনুষ্ঠান বাবুল কিবলা সাহনে অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন আব্বাসী আস্তানের বোর্ড সদস্য আফদাল আশ-শামীসহ রওজার বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক যায়ের।
অনুষ্ঠান কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়। এরপর ইরাকের শিয়া আলেম শেখ আলী মুহান আব্বাসী রওজার তৌলিয়তের (পরিচালনা কমিটি) বাণী পাঠ করেন। তিনি উপস্থিত সবাইকে এবং সমগ্র ইসলামী উম্মাহকে রজব মাসের ইমামদের পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে অভিনন্দন জানিয়ে বক্তব্য শুরু করেন।
শেখ মুহান তাঁর বক্তব্যে ইমাম জাওয়াদ (আ.)-এর জীবনের বিভিন্ন দিক, তাঁর ফজিলতসমূহ এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা, জ্ঞান-বিজ্ঞানের প্রচার ও ইসলামী শিক্ষা বিস্তারে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন।
আব্বাসী রওজার কেন্দ্রীয় উৎসব কমিটির সদস্য সাইয়্যেদ আকিল আল-ইয়াসিরি এ প্রসঙ্গে বলেন: উৎসবের কর্মসূচিতে অন্তর্ভুক্ত ছিল বিভিন্ন অনুষ্ঠান—যেমন উৎসবমূলক বক্তৃতা, বিশেষ কবিতা আবৃত্তি ও এই পবিত্র দিবস উপলক্ষে রচিত গান।
তিনি আরও জানান: অনুষ্ঠানের সমাপ্তি হয় আব্বাসী রওজার তত্ত্বাবধানে আয়োজিত ইলেকট্রনিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা প্রদানের মাধ্যমে। এই প্রতিযোগিতায় মোট ১০ জন বিজয়ী হয়েছেন।
আব্বাসী রওজা ধর্মীয় উৎসবগুলোতে সাংস্কৃতিক, শিক্ষামূলক ও উৎসবমূলক কর্মসূচি আয়োজনে বিশেষ গুরুত্ব দেয়, যা আহলে বাইত (আ.)-এর স্মৃতি ও ঐতিহ্যকে জাগরূক রাখে। 4326128#![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()