
আনাদোলু নিউজ এজেন্সির বরাত দিয়ে ইকনা জানায়, অস্ট্রেলিয়ার জাতীয় ইমাম কাউন্সিল মঙ্গলবার জানিয়েছে যে, সিডনিতে গত ১৪ ডিসেম্বরের গুলিবর্ষণে ১৫ জন নিহত হওয়ার পর দেশজুড়ে ইসলামবিদ্বেষী ঘটনা প্রায় ২০০ শতাংশ বেড়েছে।
কাউন্সিলের প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, হামলার পর থেকে মুসলিমদের বিরুদ্ধে ঘৃণামূলক ঘটনা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য একটি ঘটনায় একজন মুসলিম নারীকে বাসে প্রতিবন্ধীদের সাহায্য করার সময় তার হিজাব টেনে ছিঁড়ে দেওয়া হয়। আরেক ঘটনায় কর্মস্থলে যাওয়ার পথে এক হিজাবধারী নারীর ওপর ডিম ছুড়ে মারা হয়। একজন নারীর মুখে থুথু ফেলার ঘটনাও ঘটেছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, বেশিরভাগ হামলা নারীদের লক্ষ্য করে হয়েছে এবং অধিকাংশ ঘটনা সিডনিকেন্দ্রিক।
এছাড়া একাধিক মসজিদ ও ইসলামী কেন্দ্র ধ্বংস করা হয়েছে বা গুরুতর নিরাপত্তা হুমকির মুখে পড়েছে।
এদিকে অস্ট্রেলিয়ার পুলিশ জানিয়েছে, সিডনির হামলাকারীদের কোনো বড় “সন্ত্রাসী গোষ্ঠীর” সাথে সংযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি।
১৪ ডিসেম্বর সিডনির বন্ডি বিচে হানুকা উৎসবের সময় এক বাবা ও ছেলের গুলিবর্ষণে ১৫ জন নিহত হন এবং এক হামলাকারীও নিহত হন। হানুকা ইহুদিরা ম্যাকাবিয়ান (ইহুদি পরিবার) পরিবারের সেলুকী সাম্রাজ্যের বিরুদ্ধে ১৬৫ খ্রিস্টপূর্বাব্দের বিজয় উপলক্ষে উদযাপন করে। 4326042#