IQNA

সোমালিয়ায় নতুন কুরআন হিফজ কেন্দ্র «আমিনা» উদ্বোধন

22:01 - December 31, 2025
সংবাদ: 3478707
ইকনা- কাতারের দাতব্য সংস্থার উদ্যোগে সোমালিয়ার বানাদির প্রদেশের কাহদা অঞ্চলে নতুন কুরআন হিফজ কেন্দ্র «আমিনা» উদ্বোধন করা হয়েছে।

আশ-শারকের বরাত দিয়ে ইকনা জানায়, ২০২৫ সালে কাতারি দাতাদের সহায়তায় সোমালিয়ায় এটি দশম কুরআন হিফজ কেন্দ্র যা কাতার দাতব্য সংস্থা নির্মাণ করেছে।

কেন্দ্রটিতে তিনটি শ্রেণিকক্ষ, শৌচাগার, ওযু করার স্থান এবং একটি পূর্ণাঙ্গ প্রশাসনিক কার্যালয় রয়েছে। কুরআন হিফজ ক্লাস পরিচালনার জন্য প্রয়োজনীয় সব উপকরণ দিয়ে সজ্জিত এই ভবন ছেলে-মেয়ে উভয়ের জন্য নিরাপদ ও উপযুক্ত শিক্ষা পরিবেশ নিশ্চিত করবে।

«আমিনা» কুরআনী কেন্দ্রটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কাহদা অঞ্চলের দায়িত্বশীল সাইয়্যেদ আব্দুর রাজ্জাক মোহাম্মদ শেখ আব্দুল্লাহ, সোমালিয়ার ওয়াকফ ও ইসলামী বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি শেখ আবু বকর আলী জাবো, আল-বাশায়ের স্কুলের মহাপরিচালক সাদিয়া ইবরাহিম আব্দি এবং দেশটির বিভিন্ন আলেম, স্থানীয় বাসিন্দা ও ছাত্রছাত্রীরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাদিয়া ইবরাহিম আব্দি কাতারি দাতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন: এই প্রকল্প কুরআন শিক্ষার ক্ষেত্রে একটি যোগ করা মূল্যবান অবদান। এটি আমাদের ছেলে-মেয়েদের জন্য নতুন দ্বার উন্মোচন করছে যাতে তারা নিরাপদ ও আধুনিক পরিবেশে আল্লাহর কিতাব হিফজ করতে পারে।

কাতার দাতব্য সংস্থা শিক্ষা ও সংস্কৃতি খাতে উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে কুরআন শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে থাকে। এজন্য তারা কুরআন শিক্ষা ও হিফজ কেন্দ্র নির্মাণ, সরঞ্জাম সরবরাহ ও উদ্বোধনের কাজ চালিয়ে যাচ্ছে।

এছাড়া সংস্থাটি «রিফকা» প্রকল্পের অধীনে «ফুরকান» প্রোগ্রামের মাধ্যমে একাধিক দেশে কুরআনী কেন্দ্র নির্মাণ ও সরঞ্জাম সরবরাহে সহায়তা করে। এই প্রকল্পটি বিশেষ করে অ-আরবি ভাষাভাষী দেশগুলোতে ইয়াতিম শিশুদের লক্ষ্য করে পরিচালিত হয়। এতে আরবি ভাষা শিক্ষা, কুরআনের সঠিক উচ্চারণ ও হিফজের প্রশিক্ষণ এবং ইসলামী মূল্যবোধ প্রচার ও শক্তিশালীকরণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। 4325891#

captcha