বার্তা সংস্থা ইকনা: সৌদি আরবের ওয়াহাবি মুবাল্লিগ ও মুফতি এবং সেদেশের রাজধানী রিয়াদের ‘আল মুহসেন’ মসজিদের পেশ ইমাম ‘আদিল আল-কালবানী’ সামাজিক নেটওয়ার্ক টুইটারে তার নিজস্ব একাউন্টে ‘আয়াত বিহীন কুরআন’-এর ছবি প্রকাশ করেছে।
প্রকাশিত কুরআনের শুধুমাত্র প্রচ্ছদ দেখে সনাক্ত করা সম্ভব যে, এটি পবিত্র কুরআন। তবে এর ভিতরের পৃষ্ঠা গুলোয় কোন আয়াত লেখা নেই।
সৌদি মুফতি ‘আদিল আল-কালবানী’ এই কুরআনের ছবি প্রকাশের মাধ্যমে আগ্রহী ব্যক্তিদের নিকট এই আয়াত বিহীন কুরআন ক্রয় করে, কুরআনের সাদা পৃষ্ঠায় কলম দিয়ে নিজ হাতে আয়াত লেখার আহ্বান জানিয়েছে। যাতেকরে সেই ব্যক্তি মৃত্যুর পর তার একটি স্থায়ী কিছু থেকে যায়।
ওয়াহাবী এই মুফতি আয়াত বিহীন কুরআনের ছবি টুইটারে প্রকাশ করে লিখেছে, "এটি একটি খালি কুরআন, আপনারা আপনাদের নিজেদের হাতের লেখার মাধ্যমে এর পৃষ্ঠাগুলো পুরন করতে পারেন। যাতেকরে আপনাদের মৃত্যুর পর আপনার স্মৃতি থেকে যায়”।
আদিল আল-কালবানী’র এই পদক্ষেপের প্রতিবাদে টুইটার ব্যবহারকারীরা জানিয়েছেন, এটি একটি বিদআত এবং কালবানী পবিত্র কুরআনকে বিকৃতি করেছে।
প্রতিবাদকারীরা লিখেছেন, আদিল আল-কালবানী’র এই পদক্ষেপের মাধ্যমে অনেকে ইচ্ছাকৃত অথবা আইচ্ছাকৃত ভাবে পবিত্র কুরআনের কিছু আয়াত বাদ দিতে পারে এবং এ কারণে পবিত্র কুরআন বিকৃতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
iqna