IQNA

আল-আকসা ঝড় অভিযানের দ্বিতীয় বার্ষিকীতে

গাজা থেকে দখলকৃত ভূখণ্ডে প্রতিরোধ বাহিনীর রকেট হামলা

0:02 - October 08, 2025
সংবাদ: 3478210
ইকনা- ৭ অক্টোবর, অর্থাৎ ‘তুফানুল আকসা’ (আল-আকসা ঝড়) অভিযানের দ্বিতীয় বার্ষিকীর দিনে, ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে যে গাজা উপত্যকা থেকে প্রতিরোধ যোদ্ধারা দখলকৃত ভূখণ্ডে অবস্থিত অবৈধ ইসরায়েলি বসতিগুলোর দিকে রকেট নিক্ষেপ করেছে।

ইকনার প্রতিবেদন অনুযায়ী, যা আল-আলম সংবাদমাধ্যমের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত হয়েছে, ইসরায়েলি সূত্রগুলো জানিয়েছে যে গাজার উত্তরের কিছু অবৈধ বসতিতে—যার মধ্যে অন্যতম নেতিভ হাসারা (Nativ HaAsara)—বিপদ সংকেতের সাইরেন বাজতে শুরু করে।

 

উৎসগুলো জানায়, গাজা উপত্যকা থেকে একটি রকেট ওই বসতি লক্ষ্য করে নিক্ষেপ করা হয়।

কিছু ইসরায়েলি গণমাধ্যম দাবি করেছে যে রকেটটি বসতির একটি খালি স্থানে আঘাত হানে এবং কোনো ক্ষয়ক্ষতি ঘটেনি।

 

ইসরায়েলি দখলদার বাহিনীও হামলার ঘটনা নিশ্চিত করেছে, তবে দাবি করেছে যে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর (বাংলাদেশ সময় ১৫ مهر ۱۴০۲) থেকে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সমর্থনে ইসরায়েল গাজা উপত্যকার সাধারণ জনগণের বিরুদ্ধে এক ধ্বংসাত্মক যুদ্ধ শুরু করে। এই যুদ্ধের ফলে ভয়াবহ ধ্বংসযজ্ঞ ও প্রাণঘাতী দুর্ভিক্ষের পাশাপাশি হাজার হাজার ফিলিস্তিনি—যাদের অধিকাংশই নারী ও শিশু—শহীদ বা আহত হয়েছেন।

 

এদিকে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতির আহ্বান ও আন্তর্জাতিক বিচার আদালতের গণহত্যা বন্ধ ও মানবিক পরিস্থিতি উন্নয়নের নির্দেশনা সম্পূর্ণভাবে উপেক্ষা করে তেলআবিব প্রশাসন এখনো গাজা উপত্যকার নিরীহ জনগণের বিরুদ্ধে গণহত্যামূলক আগ্রাসন চালিয়ে যাচ্ছে। 4309313#

captcha