ইউরোপিয়ান শাখার বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ফ্রাঙ্কফুর্ট ইসলামী সেন্টারের প্রতিবেদন অনুযায়ী, এই শোকানুষ্ঠান আহলে বাইয়েত (আ.)-এর ভক্তদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এই শোকানুষ্ঠান শুরু হয়েছে এবং পরবর্তীতে জিয়ারত নামা, মাগরিব ও ঈশার নামাজ, জার্মানি ও ফার্সি ভাষায় মজলিস, মার্সিয় এবং নওহা পরিবেশন করা হয়।
উল্লেখ্য, আহলে বাইয়েত (আ.)-এর নবম নক্ষত্র হযরত ইমাম মুহাম্মাদ তাকী আল জাওয়াদ (আ.)-এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে উক্ত শোকানুষ্ঠান স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় শুরু হয়।
হযরত ইমাম মুহাম্মাদ তাকী (আ.), শিয়া মাজহাবের নবম ইমাম। তার কুনিয়া হচ্ছে আবু জাফর, উপাধি জাওয়াদ ও তাকি। তিনি ১৯৫ হিজরিতে মদিনায় জন্মগ্রহণ করেন এবং ২২০ হিজরির ৩০ জিলকদ অত্যাচারী আব্বাসীয় খলিফা মো’তাসেমের নির্দেশে বিষ প্রয়োগে তার স্ত্রী উম্মুল ফজলের হাতে শাহাদত বরণ করেন।
1298445