IQNA

পবিত্র কুরআনের সাথে পরিচিত হয়েছে ভারতে ৮ হাজারের অধিক নাগরিক + ছবি

13:43 - July 06, 2016
সংবাদ: 2601139
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের জনগণকে পবিত্র কুরআনের সাথে পরিচয় করানোর উদ্দেশ্যে বেঙ্গালুর প্রদেশের "সালাম সেন্টার" সেদেশের জনগণের মধ্যে বিভিন্ন ভাষায় অনুদিত পবিত্র কুরআন শরিফ বিতরণ করেছে।

বার্তা সংস্থা ইকনা: পবিত্র কুরআন শরিফ এবং ইসলাম ধর্ম সম্পর্কে অমুসলিমদের ভ্রান্তি ধারণা দুর করার জন্য এবং পবিত্র কুরআনের সঠিক অর্থ বোঝার জন্য জনগণের মধ্যে কুরআন বিতরণ করা হয়েছে।

বেঙ্গালুরের জাস্টিস কোর্টে ৮ হাজারের অধিক জনগণের উপস্থিতিতে বিভিন্ন ভাষায় অনুদিত পবিত্র কুরআন শরিফ বিতরণ বিতরণ করা হয়েছে।

ভারতে সত্যিকারের ইসলাম বিস্তার এবং ইসলাম ধর্ম সম্পর্কে সকল প্রকার ভ্রান্তি ধারণা ও ভ্রান্তি বিশ্বাস দূরীকরণ করার জন্য অত্যন্ত সক্রিয়ভাবে কাজ করে আসছে "সালাম সেন্টার"।

কুরআন বিতরণের পূর্বে 'সালাম সেন্টারে'র সদস্যরা, সাধারণ জনগণকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য জনবহুল এলাকায় বিলবোর্ড ইন্সটল করেছে।

এই প্রকল্পের মাধ্যমে জনগণের মধ্যে ইংরেজি, হিন্দি, কন্নড, তামিল, তেলেগু, বাংলা, উর্দু এবং ... ভাষয় অনুদিত কুরআন শরিফ বিতরণ করা হয়েছে।

Iqna


ট্যাগ্সসমূহ: কুরআন ، ইকনা ، ইসলাম ، ভারত ، বাংলা
captcha