ইকনা সূত্রে আল-জাজিরার বরাতে জানা গেছে, ব্রিটিশ পুলিশের ঘোষণা অনুযায়ী, বৃহস্পতিবার (৯ অক্টোবর) ম্যানচেস্টার শহরের একটি উপাসনালয়ে হামলা চালিয়ে দুই ইহুদি নাগরিককে হত্যা করা ব্যক্তি হামলার সময় আইএসের প্রতি নিজের আনুগত্য ঘোষণা করেছিল।
ব্রিটেনের সন্ত্রাসবিরোধী পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, হামলাকারী যার নাম জিহাদ আল-শামী হিসেবে পরিচিত, হামলার সময় জরুরি সেবায় ফোন করে জানিয়েছিল যে সে আইএসের প্রতিনিধি হিসেবে কাজ করছে।
জানা গেছে, ৩৫ বছর বয়সী ব্রিটিশ নাগরিক ও সিরীয় বংশোদ্ভূত আল-শামী ম্যানচেস্টারের উপকণ্ঠের হিটন পার্ক সিনাগগে (Heaton Park Synagogue) যান, যেখানে তিনি প্রথমে গাড়ি দিয়ে পথচারীদের ওপর উঠিয়ে দেন এবং এরপর ছুরি হাতে উপাসনালয়ে উপস্থিত লোকদের ওপর হামলা চালান। এসময় ইহুদি ধর্মাবলম্বীদের পবিত্র দিন ইয়ম কিপুর পালিত হচ্ছিল। পুলিশ ঘটনাস্থলেই হামলাকারীকে গুলি করে হত্যা করে।
কয়েক ঘণ্টার মধ্যেই গণমাধ্যমের বেশিরভাগ প্রতিবেদন এই হত্যাযজ্ঞের বর্ণনা থেকে সরে গিয়ে ইসলাম ও যুক্তরাজ্যের মুসলমানদের দোষারোপের দিকে মোড় নেয়।
এই ঘটনার পর ২৮ বছর বয়সী মুসলিম ব্রিটিশ নাগরিক ওয়াদ তাজ, যিনি ম্যানচেস্টারে বাস করেন, রয়টার্স–কে বলেন, “আমরা এখন এক গভীর উদ্বেগের সময় পার করছি।”
তিনি আরও বলেন, “আমি বুঝতে পারি, উপাসনালয়ে যাওয়ার সময় কেউ হামলার শিকার হলে ইহুদি সম্প্রদায়ের মানুষ কেমন অনুভব করে— এটি সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতাগুলোর একটি।”
তাজ ইহুদি সম্প্রদায়ের প্রতি সহমর্মিতা প্রকাশ করলেও জানান যে, এখন তিনি নিজের মুসলিম পরিবারের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় আছেন।
ইসলামভীতিবিরোধী নজরদারি সংস্থা টেল মামা (Tell MAMA) জানায়, ২০২৫ সালের জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত তারা যুক্তরাজ্যে ৯১৩টি ইসলামবিদ্বেষী ঘটনা নথিভুক্ত করেছে, যার মধ্যে ১৭টি হামলা মসজিদ ও ইসলামী প্রতিষ্ঠানে সংঘটিত হয়েছে।
সংস্থাটি চলতি বছরের শুরুর দিকেই জানিয়েছিল যে, ২০২২ সাল থেকে ইসলামভীতিমূলক ঘটনার সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। 4309736#