IQNA

কাযিমাইনে বোমা হামলা/ দায় স্বীকার করল তাকফিরি দায়েশ

18:38 - July 24, 2016
সংবাদ: 2601258
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের রাজধানী বাগদাদের উত্তরাঞ্চলীয় শিয়া অধ্যুষিত কাযিমাইন এলাকায় একটি শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটিয়েছে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ।

বার্তা সংস্থা ইকনা: কাযিমাইনের ইডেন স্কয়ারে সন্ত্রাসীদের এই হামলার ফলে কমপক্ষে ২১ জন নিহত হয়েছে এবং অনেকেই আহত হয়েছে।
ইরাকের নিরাপত্তা সূত্র থেকে জানা গিয়েছে, এক সন্ত্রাসী জনগণের মধ্যে যেয়ে নিজের নিকটে থাকা বোমা বিস্ফোরণ ঘটায়।
এদিকে medi۱tv  প্রকাশ করেছে এই হামলার দায়ভার তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ স্বীকার করেছে।
iqna

captcha