
জাতীয় শিক্ষা কর্মসূচির অংশ হিসেবে দুই হাজারের বেশি ধর্মীয় স্কুল বা মাদরাসা পুনরুজ্জীবিত করবে ইন্দোনেশিয়ার ধর্মবিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয় দ্রুততম সময়ে এই কর্মসূচি শেষ করতে চায়। গত ১ অক্টোবর বুধবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের সচিব কামারুদ্দিন আমিন বলেন, ‘এই প্রকল্প এবং এসংক্রান্ত বাজেট একটি বড় দায়িত্বের কথা মনে করিয়ে দেয়।
প্রকল্পটি সতর্কতা ও যত্নের সঙ্গে সময়মতো বাস্তবায়ন করতে হবে।
তিনি জানান, বরাদ্দকৃত অর্থের সঙ্গে সামঞ্জস্য রেখে শিগগিরই এই পুনর্জীবন কর্মসূচির বিস্তারিত, নিয়ম, প্রক্রিয়া ও দরপত্রসংক্রান্ত নীতিমালা চূড়ান্ত করা হবে।
ইসলামিক শিক্ষা বিভাগের মহাপরিচালক আমিন সুয়িত্নো বলেন, এই কর্মসূচি প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর ‘কুইক-উইন’ উদ্যোগগুলোর একটি। তবে ২০২৫ সালে লক্ষ্যকৃত দুই হাজার ১২০টি মাদরাসার মধ্যে এখন পর্যন্ত মাত্র ১৯০টি সংস্কার করা হয়েছে।
অনেক প্রতিষ্ঠানের অবকাঠামো মাঝারি থেকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত। এই কুইক-উইন কর্মসূচির মাধ্যমে জরুরি চাহিদাগুলোর সমাধান নিশ্চিত করা হবে।
তিনি আরো বলেন, ‘নির্বাচিত মাদরাসাগুলোর উপযুক্ততা মূল্যায়ন করে সেগুলোকে ডিজিটাইজেশন করা হবে। মাদরাসার পাঠক্রম, অবকাঠামো, প্রতিষ্ঠান ও শিক্ষার্থী বিষয়ক পরিচালক নায়ু খোদিজাহ বলেন, প্রতিটি প্রতিষ্ঠানের বাস্তব চাহিদার ভিত্তিতে পুনর্জীবন কাজ পরিচালনা করা হবে।
এই কাজ অবশ্যই প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা মন্ত্রণালয়ের নির্মাণ মানদণ্ড অনুসরণ করে করা হবে।
মন্ত্রণালয় জানিয়েছে, এই পুনর্জীবন কর্মসূচির লক্ষ্য হলো মাদরাসাগুলোকে আধুনিক করে গড়ে তোলা এবং জাতীয় শিক্ষা সংস্কারকে আরো কার্যকরভাবে বাস্তবায়ন করা।
সূত্র : আনতারা নিউজ ডটকম