IQNA

ট্রাম্পের আলটিমেটাম: হামাসকে রোববার পর্যন্ত সময় গাজা পরিকল্পনায় সম্মতির জন্য

8:52 - October 04, 2025
সংবাদ: 3478184
ইকনা- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস-কে রোববার বিকেল ৬টা (ওয়াশিংটন সময়) পর্যন্ত সময় দিয়েছেন তার প্রস্তাবিত গাজা–সংক্রান্ত পরিকল্পনায় সম্মত হওয়ার জন্য। তিনি এ সময়সীমাকে হামাসের জন্য “শেষ সুযোগ” হিসেবে উল্লেখ করেছেন।

ইকনার প্রতিবেদনে, যা আল-কুদস আল-আরাবিএর সূত্রে প্রকাশিত, বলা হয়েছেট্রাম্প হামাসকে গ্রিনউইচ সময় রাত ১০টা (রোববার) পর্যন্ত সময় দিয়েছেন গাজার ভবিষ্যৎ নিয়ে তার পরিকল্পনায় ঐকমত্যে পৌঁছানোর জন্য।

ট্রাম্প আজ (শুক্রবার) নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম Truth Socialএ লিখেছেন:

হামাসের সঙ্গে চুক্তি অবশ্যই রোববার ওয়াশিংটন ডিসি সময় বিকেল ৬টার মধ্যে সম্পন্ন হতে হবে। সব দেশই এতে সম্মত হয়েছে! যদি এই চূড়ান্ত চুক্তি না হয়, তাহলে হামাসের বিরুদ্ধে এমন এক নরক তৈরি হবে, যা পৃথিবী আগে কখনও দেখেনি।” 4308549#

 

captcha