IQNA

অস্ট্রেলিয়ায় ভিন্ন আর্কিটেকচারে মসজিদ + ছবি

23:43 - August 08, 2016
সংবাদ: 2601352
আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ার "নিউপোর্টে" শহরে ইসলামি স্থাপত্যের নতুন সংস্করণ এবং অমুসলিমদের আকৃষ্ট করার জন্য ভিন্ন আর্কিটেকচারে একটি মসজিদ নতুন মসজিদ নির্মাণ করা হচ্ছে। এই অনন্য মসজিদের ছাদে রঙ্গিন কাচ দ্বারা মসজিদের ভিতরে আলো পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে।
বার্তা সংস্থা ইকনা: নিউপোর্ট মসজিদটি নির্মাণ করার জন্য ১০ বছর সময় নির্ধারণ করা হয়েছে। মসজিদের ছাদে রঙ্গিন কাচরে ৯৬টি স্কাইলাইট দ্বারা মসজিদের ভিতরে আলো পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। ত্রিকোণ স্কাইলাইট মাধ্যমে মসজিদের ভিতরে পর্যাপ্ত পরিমাণ আলো পৌঁছাবে বলে জানিয়েছেন মসজিদ কর্তৃপক্ষ।

এই মসজিদটি আধুনিক স্থাপত্য এবং অমুসলিমদের আকৃষ্ট করার লক্ষ্যে নির্মাণ করা হচ্ছে।

মসজিদটি ডিজাইনার হিসেবে কাজ করেছেন অস্ট্রেলিয়ান নেতৃস্থানীয় আর্কিটেক্ট "গ্লেন মুরক্যাট্টি"। তিনি ২০০২ সালে প্রিট্রিজাকর পুরস্কার অর্জন করেছেন (প্রিট্রিজাকর পুরস্কার এমন একটি পুরস্কার যা হাইট ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতি বছর একজন শীর্ষ স্থানীয় আর্কিটেক্টকে প্রদান করা হয়। ১৯৭৯ সালে জি অরটুর প্রিট্রিজাকরের পক্ষ থেকে এই পুরস্কারের প্রথা চালু হয় এবং প্রিট্রিজাকরের পরিবারের পক্ষ থেকে এটি পরিচালিত হয়ে আসছে। বিশ্বের শীর্ষ স্থাপত্য পুরস্কারের মধ্যে এটি অন্যতম)।

মুরক্যাট্টি'র স্থাপত্যে নির্মিত এই মসজিদটির মূল বৈশিষ্ট্য হচ্ছে মাটিতে আলো প্রেরণ করা। বড় ত্রিভুজাকৃতির স্কাইলাইটটি ঐতিহ্যবাহী ইসলামি স্থাপত্যের মোজাইক নিদর্শন থেকে গ্রহণ করা হয়েছে।

দিনে সূর্য পূর্ব থেকে পশ্চিম দিকে ধাবিত হওয়ার সময় ত্রিভুজাকৃতির স্কাইলাইটে সূর্যের আলো পড়ার কারণে মসজিদের ভিতরে এক এক সময় ভিন্ন ভিন্ন রং পরিলক্ষিত করা যাবে। মসজিদের ভিতরে বেহেস্তেরে রং দেখানোর জন্য সকালে হলুদ রং, দুপুরে নীল রং (আকাশের রং) ও সবুজ রং (প্রকৃতির রং) এবং বিকালে লাল রং-এ (শক্তির প্রতীক) পরিবর্তন হবে।

মসজিদের ভিতরের পরিধি ১২০০ মিটার। আট মিটার উঁচু কংক্রিটের দেয়ালের বিভিন্ন স্থানে কাচের দেওয়াল শোভা পেয়েছে।

মসজিদের পাশেই অডিটোরিয়াম, ইসলামিক স্টাডিজের জন্য লাইব্রেরী, ক্যাফে এবং রেস্টুরেন্টও নির্মাণ করা হয়েছে।

এই মসজিদটির ডিজাইনের ক্ষেত্রে মুরক্যাট্টি সহায়তা করেছে মেলবোর্নের ডিজাইনার হ্যাকেন ইলুলি। হ্যাকেন এ সম্পর্কে বলেন: অটোমান অথবা আরবি আর্কিটেকচারের নির্মিত মসজিদের ডিজাইন থেকে এই মসজিদটির ডিজাইন করা হয়নি। এই মসজিদটি নির্মাণের ক্ষেত্রে আমাদের মূল উদ্দেশ্য ছিল, অস্ট্রেলিয়ার নতুন মুসলমান এবং অমুসলিমদের জন্য সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে একটি মসজিদ নির্মাণ করা।

হ্যাকেন বলেন: মুরক্যাট্টির উদ্দেশ্যে শুধুমাত্র একটি সুন্দর মসজিদই নির্মাণ করা ছিল না। এই প্রকল্পের বিশেষ উদ্দেশ্য রয়েছে এবং এই কারণে এ মসজিদটি নির্মাণ করতে দশ বছর লেগেছে।

তিনি বলেন: এই মসজিদটি ইসলাম বিদ্বেষীদের মোকাবেলা করার জন্য নির্মাণ করা হয়েছে। মুসলমানদের পাশাপাশি অমুসলিমরাও অতি সহজ ভাবে মসজিদটি পরিদর্শন করতে পারবে।

হ্যাকেন আরও বলেন: তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ ইসলামের কোন প্রতীক হতে পারে না। আমরা স্থাপত্যের মাধ্যমে ইসলাম সম্পর্কে সকল ভ্রান্তি ধারণা দুর করব।

মসজিদের আর্কিটেক্ট মুরক্যাট্টি বলেন: মসজিদ নির্মাণ কাল তথা এই দশ বছরে আমি ইসলাম ধর্ম সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি। আমরা এধরণের মসজিদ নির্মাণের মধ্যমে অস্ট্রেলিয়ায় সমাজে ইসলাম ধর্মের প্রচলন করতে পারি এবং আমাদের সংস্কৃতিতে ইসলাম ধর্মের নীতি বাস্তবায়ন করতে পারি।

iqna

নিউপোর্ট মসজিদের প্রকল্পিত দৃশ্য
নিউপোর্ট মসজিদের প্রকল্পিত দৃশ্য
 নিউপোর্ট মসজিদের আর্কিটেক্ট গ্লেন মুরক্যাট্টি
নিউপোর্ট মসজিদের আর্কিটেক্ট গ্লেন মুরক্যাট্টি

captcha