আওকাতুশ শাম-এর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: সিরিয়ার গণ ও সেনাবাহিনী দারায়া অঞ্চলে পৌঁছে হযরত সাকিনা (সা. আ.) এর মাজারকে মুক্ত করতে সক্ষম হয়েছে। মাজারটি সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে তাকফিরি সন্ত্রাসীরা।
হযরত সাকিনা (সা. আ.) এর মাজারটি দামেস্কের দক্ষিনে দারায়া এলাকায় এবং সাইয়্যেদা যায়নাব অঞ্চলের পূর্বে অবস্থিত। পবিত্র এ স্থানটি প্রায় ১৫ মাস যাবত তাকফিরি সন্ত্রাসীদের দখলে ছিল।
সন্ত্রাসীদের কবল থেকে দারায়া শহর মুক্ত ও সশস্ত্র গ্রুপগুলোর বিরুদ্ধে সিরিয় সরকারের সফলতা যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদ ও তাদের মিত্রদের ঘুম কেড়ে নিয়েছে।
সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের সদস্যরা তাদেরকে নিরাপদে ইদলিবে সরে যাওয়ার সুযোগ করে দেয়ার বিনিময়ে এ পরাজয়কে মেনে নেয় এবং শহরটির নিয়ন্ত্রণ সরকারের হাতে ছেড়ে দেয়।
দারায়া শহরের মুক্ত হওয়া এবং এ শহর থেকে সন্ত্রাসীদের পলায়ন সিরিয়ায় যুদ্ধরত অপর সন্ত্রাসীদের মনোবলকে ভেঙ্গে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা।#3525821