IQNA

বিশ্বের বরেণ্য ক্বারিদের কিছু অনন্য ছবি

15:39 - September 16, 2016
সংবাদ: 2601577
আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি সামাজিক নেটওয়ার্কে বিশ্ববরেণ্য ক্বারি 'আব্দুল বাসিত মুহাম্মাদ আব্দুস সামাদে'র একটি ছবি প্রকাশ পেয়েছে। সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় পবিত্র কাবা ঘরের পাশে তার ছবিটি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে।
বিশ্বের বরেণ্য ক্বারিদের কিছু অনন্য ছবি

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা: আজ ইকনার দর্শনার্থীদের জন্য বিশ্বের বিখ্যাত কিছু ক্বারিদের ছবি প্রকাশ করা হল:

iqna

মক্কায় পবিত্র কাবা ঘরের পাশে "আব্দুল বাসিত মুহাম্মাদ আব্দুস সামাদ"
মক্কায় পবিত্র কাবা ঘরের পাশে "আব্দুল বাসিত মুহাম্মাদ আব্দুস সামাদ"
মিনা দুর্ঘটনায় নিহত আন্তর্জাতিক ক্বারিদের ছবি
মিনা দুর্ঘটনায় নিহত আন্তর্জাতিক ক্বারিদের ছবি
গত বছর মিনা দুর্ঘটনায় নিহত 'মুহসেন হাজি হাসানি কারগার'। মালয়েশিয়ায় অনুষ্ঠিত ৫৭ তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার তিলাওয়াত বিভাগে প্রথম স্থান অধিকারী হয়েছিলেন ইরানের বিশ্বনন্দিত যুবক ক্বারি মোহসেন হাজহাসানি করগার।
গত বছর মিনা দুর্ঘটনায় নিহত 'মুহসেন হাজি হাসানি কারগার'। মালয়েশিয়ায় অনুষ্ঠিত ৫৭ তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার তিলাওয়াত বিভাগে প্রথম স্থান অধিকারী হয়েছিলেন ইরানের বিশ্বনন্দিত যুবক ক্বারি মোহসেন হাজহাসানি করগার।
ইরাকের পবিত্র নগরী নাজাফে ইমাম আলী (আ.)এর মাযারে আন্তর্জাতিক ক্বারি হামিদ রেজা আহমাদী ওয়াফা, মুহাম্মাদ রেজা পুর জুরগারী এবং মাহদী আদেলী
ইরাকের পবিত্র নগরী নাজাফে ইমাম আলী (আ.)এর মাযারে আন্তর্জাতিক ক্বারি হামিদ রেজা আহমাদী ওয়াফা, মুহাম্মাদ রেজা পুর জুরগারী এবং মাহদী আদেলী
ইরানের বিখ্যাত ক্বারি আহমাদ আবুল কাসেমী রক্ত দান করছেন
ইরানের বিখ্যাত ক্বারি আহমাদ আবুল কাসেমী রক্ত দান করছেন
১৯০৮ সালে হজের উদ্দেশ্যে মক্কায় যাচ্ছেন হাজিগণ
১৯০৮ সালে হজের উদ্দেশ্যে মক্কায় যাচ্ছেন হাজিগণ
এই দুটি ছবি প্রায় ৫০০ বছর পূর্বে আকা হয়েছে। এই ছবির মাধ্যমে হজ অনুষ্ঠান বিশেষ করে দোয়া পাঠ, ছোট পাথর সংগ্রহ, রামিয়া জামারুত এবং উট জবাই করার দৃশ্য আকা হয়েছে।
এই দুটি ছবি প্রায় ৫০০ বছর পূর্বে আকা হয়েছে। এই ছবির মাধ্যমে হজ অনুষ্ঠান বিশেষ করে দোয়া পাঠ, ছোট পাথর সংগ্রহ, রামিয়া জামারুত এবং উট জবাই করার দৃশ্য আকা হয়েছে।

captcha