IQNA

কিরকুকে সন্ত্রাসী হামলার নিন্দা জানালো ইরান

0:01 - October 22, 2016
সংবাদ: 2601811
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের কিরকুক শহরের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের আত্মঘাতী বোমা হামলায় চার ইরানি টেকনিশিয়ানসহ অন্তত ১৬ ব্যক্তি নিহতের ঘটনায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি তীব্র নিন্দা জানিয়েছেন।
কিরকুকে সন্ত্রাসী হামলার নিন্দা জানালো ইরান
বার্তা সংস্থা ইকনা: গতকাল (শুক্রবার) সকালে ঘটে যাওয়া এই নৃশংস হামলায় নিহত চার ইরানিসহ সব শহীদের পরিবারের প্রতি সমবেদনা জানান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি

কাসেমি বলেন, "ইরাকে সন্ত্রাসীদের এই হলো শেষ নিঃশ্বাস। তারা অন্ধের মতো সন্ত্রাসী হামলা চালিয়ে এবং অরক্ষিত বেসামরিক নাগরিকদের হত্যা করে যুদ্ধক্ষেত্রে তাদের অপমানজনক পরাজয়ের প্রতিশোধ নিচ্ছে।

এই হামলায় কতজন ইরানি নাগরিক মারা গেছেন সে বিষয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, প্রাথমিক পরিসংখ্যান অনুযায়ী, চার ইরানি নিহত ও তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সুলায়মানিয়ায় ইরানের কনস্যুলেট জেনারেল বিষয়টি নিয়ে তদন্ত করছেন বলে জানান বাহরাম কাসেমি।

যুদ্ধপীড়িত ইরাকের তেলসমৃদ্ধ কিরকুক শহরটি মসুল শহরের ১৭৫ কিলোমিটার দক্ষিণপূর্বে অবস্থিত।

iqna


captcha