IQNA

চুরিকৃত কুরআন শরিফের প্রাচীন ও মূল্যবান পাণ্ডুলিপি বিক্রয় করতে ব্যর্থ হল চোর

0:15 - October 24, 2016
সংবাদ: 2601821
আন্তর্জাতিক ডেস্ক: মিশরের পর্যটন বিভাগ জানিয়েছে, পর্যটন বিভাগ থেকে পবিত্র কুরআনের প্রাচীন পাণ্ডুলিপি চুরি করার পর, বিক্রয়ের সময় ধরা পরেছে এক কর্মচারী।
চুরিকৃত কুরআন শরিফের প্রাচীন ও মূল্যবান পাণ্ডুলিপি বিক্রয় করতে ব্যর্থ হল চোর
বার্তা সংস্থা ইকনা: মিশরের পর্যটন বিভাগের এক কর্মচারী পবিত্র কুরআনের হস্তলিখিত প্রাচীন পাণ্ডুলিপি চুরি করে বিক্রি করার চেষ্টা চালালে পুলিশ তাকে গ্রেফতার করে।

মিশরের জিযা প্রদেশের 'আল ফয়সাল' শহরের ৫৩ বছরের এক ব্যক্তি কালো কালি দিয়ে লেখা ঐতিহাসিক ও হস্তলিখিত কুরআন শরিফ একখণ্ড পাণ্ডুলিপি ১২ লাখ ডলারে বিক্রয় করতে চেয়েছিল।

প্রতিবেদনে বলা হয়েছে কুরআন শরিফের মূল্যবান পাণ্ডুলিপিটি মিশরের পর্যটন বিভাগের অন্তর্গত।

চুরিকৃত কুরআন শরিফ উদ্ধারের জন্য মিশরীয় পুলিশ প্রয়োজনীয় তদন্তের পর সন্দেহভাজনের বাড়িতে যেয়ে তল্লাশি চালিয়ে কুরআন শরিফের মূল্যবান পাণ্ডুলিপিটি উদ্ধার করে এবং ঐ ব্যক্তিকে গ্রেফতার করে।

iqna


captcha