মিশরের জিযা প্রদেশের 'আল ফয়সাল' শহরের ৫৩ বছরের এক ব্যক্তি কালো কালি দিয়ে লেখা ঐতিহাসিক ও হস্তলিখিত কুরআন শরিফ একখণ্ড পাণ্ডুলিপি ১২ লাখ ডলারে বিক্রয় করতে চেয়েছিল।
প্রতিবেদনে বলা হয়েছে কুরআন শরিফের মূল্যবান পাণ্ডুলিপিটি মিশরের পর্যটন বিভাগের অন্তর্গত।
চুরিকৃত কুরআন শরিফ উদ্ধারের জন্য মিশরীয় পুলিশ প্রয়োজনীয় তদন্তের পর সন্দেহভাজনের বাড়িতে যেয়ে তল্লাশি চালিয়ে কুরআন শরিফের মূল্যবান পাণ্ডুলিপিটি উদ্ধার করে এবং ঐ ব্যক্তিকে গ্রেফতার করে।