IQNA

মেয়েকে কুরআন শেখানোর জন্য বাবার অভিনব পদ্ধতি

20:21 - January 25, 2017
সংবাদ: 2602426
কুরআন বিষয়ক কার্যক্রম ডেস্ক: হোয়াটস অ্যাপ ও ফেইসবুকসহ সামাজিক যোগাযোগের ওয়েব সাইটে সম্প্রতি ‘মেয়েকে কুরআন শেখানোর জন্য এক বাবার অভিনব পদ্ধতি’র একটি ভিডিওটি ব্যাপক হারে দেখা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: এ ভিডিওতে দেখা গেছে যে, বাবা তার মেয়েকে তার করা তেলাওয়াত শুনে কোথাও ভুল হলে তা শুধরে দিতে বলছেন।

অতঃপর বাবা সূরা আর-রাহমানের তেলাওয়াত শুরু করেন। এ সময় ইচ্ছাকৃতভাবে বাবা ভুল পড়েন আর সাথে সাথে ছোট্ট মেয়েটি পিতার সে ভুল শুধরে দেয়।

এ অভিনব পদ্ধতি ঐ পিতা নিজ মেয়েকে কুরআন শেখানোর জন্য উদ্ভাবন করেছেন। এভাবে কুরআনের হেফজের স্থায়ীত্ব দীর্ঘ করা সম্ভব।#3566613


ট্যাগ্সসমূহ: ইকনা ، কুরআন ، শিক্ষা ، অভিনব
captcha