IQNA

ইমাম মাহদীর সাথে সাক্ষাত করার জন্য আগ্রহের পুরস্কার

23:45 - February 16, 2017
সংবাদ: 2602550
ইমাম মাহদীর সাথে সাক্ষাত করার জন্য আগ্রহ অতি ভাল জিনিস, কেননা যে যাকে ভালবাসে তাকে দেখার জন্য তার উৎসাহ ও আগ্রহ তো থাকবেই।

বার্তা সংস্থা ইকনা: হুজ্জাতুল ইসলাম রাহিম কারেগার বলেন, ইমাম মাহদীকে যারা আন্তরিকভাবে ভালবাসে তারা তাকে দেখার জন্য আকুল হয়ে থাকবে এটাই স্বাভাবিক। যারা তার আবির্ভাবের জন্য অধির হয়ে অপেক্ষা করছে তারা তো তাকে দেখার জন্য ছটফট করবেই।

দোয়া নুদবাতে আমরা পড়ে থাকি: «عزيزُ عَلَىّ اَن اَرَى الخلق و لاترى»؛  আমার জন্য এটা খুবই কষ্টকর যে সবাইকে দেখতে পাচ্ছি অথচ আমি আপনাকে দেখতে পাচ্ছি না।

আমিরুল মু’মিনিন হযরত আলী(আ.) দুই শতাব্দী আগেও বলেছেন, তাকে দেখার জন্য আমার মন ব্যকুল হয়ে আছে।

হাদিসে আরও বর্ণিত হয়েছে, ইমামগণ তাদের অনুসারীদেরকে বলতেন, আল্লাহ তোমাদের অন্তরে ইমাম মাহদীকে দেখার ইচ্ছা ও অনুরাগ সৃষ্টি করে দিন।

যারা এভাবে অধির হয়ে ইমাম মাহদীর অপেক্ষায় আছে তারা তাদের পুরস্কার হচ্ছে তারা ইমাম মাহদীর সাথীদের মধ্যে পরিগণিত হবেন।
শাবিস্তান
ট্যাগ্সসমূহ: ইকনা ، ইসলাম ، ইমাম ، মাহদী ، দোয়া ، হযরত ، আলী
captcha