IQNA

লাইলাতুর রাগায়েবে আশা পূরণ হওয়ার পন্থা

1:20 - April 01, 2017
সংবাদ: 2602823
মহানবী (সা.) বলেছেন, আশা হচ্ছে আমার উম্মতের জন্য একটি রহমত, তবে এই আশা আকাঙ্ক্ষার একটা সীমা থাকা চাই।


বার্তা সংস্থা ইকনা: রজব মাসের প্রথম বৃহস্পতিবারের দিবাগত রাতকে লাইলাতুর রাগায়েব বলা হয়। এই রাতে মহান আল্লাহ তার বান্দার বড় বড় সব দোয়া কবুল করে থাকেন।

তবে একজন বিজ্ঞ মানুষ সর্বদা এমন দোয়া করে যা তার দুনিয়া এবং আখিরাত উভয় জগত কাজে লাগবে। যেমন: জনসেবার জন্য আল্লাহর কাছে অর্থবিত্ত চাওয়া ভাল কাজ। মানুষের সেবা করার জন্য ক্লিনিক, স্কুল, মসজিদ মাদ্রাসা এবং এতিমখানা গড়ে তোলাও হচ্ছে ভাল কাজ।

তবে একজন মুত্তাকী পরহেজগার বান্দার কাজ হচ্ছে আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য সব কিছু করা। আর আল্লাহর কাছে এটা চাওয়া যে হে আল্লাহ! আপনি যাতে খুশি আমি যেন শুধু তা করতে পারি সেই তৌফিক চাওয়া। আর আল্লাহ যাতে অখুশি তা পরিত্যাগ করা।

আর যারা ইমাম মাহদীর প্রকৃত অনুসারী তারা এই রাত্রে শুধুমাত্র আল্লাহর কাছে ইমাম মাহদীর আবির্ভাবের জন্য এবং তার সৈনিক হওয়ার জন্য দোয়া করে। কেননা ইমাম মাহদীর আবির্ভাব হলে আর কোন সমস্যা থাকবে না। সূত্র: shabestan
ট্যাগ্সসমূহ: মহানবী ، ইকনা ، ইমাম ، মাহদী ، আল্লাহ
captcha