IQNA

রজব মাসের আমলের সাথে ইমাম মাহদীর সম্পর্ক

1:55 - April 02, 2017
সংবাদ: 2602833
মাফাতিহুল জিনান গ্রন্থে রজব মাসে তিনটি দোয়া পাঠ করতে বলা হয়েছে যার সবগুলোই ইমাম মাহদী(আ.) থেকে বর্ণিত হয়েছে।
রজব মাসের আমলের সাথে ইমাম মাহদীর সম্পর্ক
বার্তা সংস্থা ইকনা" রজব মাস এবং ইমাম মাহদীর মধ্যে সম্পর্ক অতি নিবিড়। আর এই মাসের যে সকল আমল এবং দোয়া রয়েছে তার সবই ইমাম মাহদী(আ.) থেকে বর্ণিত হয়েছে।

একটি দোয়া হচ্ছে নাহিয়া মোকাদ্দাস যা ইমাম মাহদীর বিশেষ প্রতিনিধি মুহাম্মাদ বিন উসমান বিন সাইদ ইমাম মাহদী(আ.) থেকে বর্ণনা করেছেন। «اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِمَعَانِي جَمِيعِ مَا يَدْعُوكَ بِهِ وُلاَةُ أَمْرِكَ...

হে আল্লাহ! আপনার আউলিয়াগণ যার মাধ্যমে আপনাকে ডাকতেন তার মাধ্যমে আমি আপনাকে ডাকছি।

মাফাতিহুল জিনানে ইমাম মাহদী(আ.) থেকে রজব মাসের আরেকটি দোয়া বর্ণিত হয়েছে: «لَا فَرْقَ بَيْنَكَ وَ بَيْنَهَا إلَّا أَنَّهُمْ عِبَادُكَ وَ خَلْقُكَ؛

হে আল্লাহ আপনার সাথে রাসূল(সা.) ও তার পবিত্র আহলে বাইতের কোন তফাত নেই শুধুমাত্র তারা হচ্ছেন আপনার সৃষ্টি আর আপনি হচ্ছেন স্রষ্টা।

হুজ্জাতুল ইসলাম রামাজান আলীযাদেহ বলেন, এই দোয়া থেকে বোঝা যায় যে, যারা ইমামত সম্পর্কে অতিরঞ্জিত করে তাদের জন্য জবাব দেয়া হয়েছে। কেননা এই‌ দোয়াতে তাদেরকে সৃষ্টি আর আল্লাহকে তাদের স্রষ্টা হিসাবে পরিচয় করানো হয়েছে।

মহানবী হযরত মুহাম্মাদ(সা.) নৈতিক চরিত্রকে পূর্ণতায় পৌঁছানোর জন্য প্রেরিত হয়েছিলেন। ইমাম মাহদীও নৈতিক চরিত্রকে পূর্ণতায় পৌছবেন।

মহানবী হযরত মুহাম্মাদ(সা.)শিরিক, মূর্তিপূজার বিরুদ্ধে লড়াই করেছিলেন ইমাম মাহদীও সকল প্রকার অন্যায়, শিরক ও বিদয়াতের বিরুদ্ধে লড়াই করবেন। সূত্র: shabestan
captcha