
বার্তা সংস্থা ইকনা: স্ট্যান্ডিং টুগেদার নামের একটি
জোটের উদ্যোগে ইসরাইলের বামপন্থী ও শান্তিকামী দলগুলো গতকাল শনিবার এই
বিক্ষোভ মিছিলে যোগ দেয়। এই জোটের উদ্যোগে এই প্রথম এ ধরনের প্রতিবাদ মিছিল
হলো।
প্রতিবাদী ইসরাইলিরা ফিলিস্তিনে তেল-আবিব শাসকগোষ্ঠীর ঘোষিত নতুন ইসরাইলি
বসতি নির্মাণ পরিকল্পনারও নিন্দা জানান এবং এ ধরনের পদক্ষেপ বন্ধের দাবি
জানান।
ইসরাইল ১৯৬৭ সালে ৬ দিনের যুদ্ধে জর্দানের কাছ থেকে দখল করে পূর্ব জেরুজালেম বা বায়তুল মুকাদ্দাসের পুরনো শহর।
মুসলমানদের প্রথম কিবলা আল-আকসা রয়েছে আল-কুদসের এই পুরনো শহরে। ইসরাইল ১৯৪৮ সালে দখল করেছিল পশ্চিম বায়তুল মুকাদ্দাস।