IQNA

তেলআবিবের দখলদারিত্বের প্রতিবাদে কুদসে হাজার হাজার ইসরাইলির বিক্ষোভ

2:24 - April 03, 2017
সংবাদ: 2602843
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত আল-কুদস শহরে হাজার হাজার ইসরাইলি নাগরিক ফিলিস্তিনে ইসরাইলের ৫০ বছরের দখলদারিত্বের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন। প্রতিবাদী ইসরাইলিদের বেশিরভাগই ছিলেন ইহুদি। তারা মিছিল করে জাফা তোরণ পর্যন্ত অগ্রসর হন।

বার্তা সংস্থা ইকনা: স্ট্যান্ডিং টুগেদার নামের একটি জোটের উদ্যোগে ইসরাইলের বামপন্থী ও শান্তিকামী দলগুলো গতকাল শনিবার এই বিক্ষোভ মিছিলে যোগ দেয়। এই জোটের উদ্যোগে এই প্রথম এ ধরনের প্রতিবাদ মিছিল হলো।
প্রতিবাদী ইসরাইলিরা ফিলিস্তিনে তেল-আবিব শাসকগোষ্ঠীর ঘোষিত নতুন ইসরাইলি বসতি নির্মাণ পরিকল্পনারও নিন্দা জানান এবং এ ধরনের পদক্ষেপ বন্ধের দাবি জানান।     
ইসরাইল ১৯৬৭ সালে ৬ দিনের যুদ্ধে জর্দানের কাছ থেকে দখল করে পূর্ব জেরুজালেম বা বায়তুল মুকাদ্দাসের পুরনো শহর।  
মুসলমানদের প্রথম কিবলা আল-আকসা রয়েছে আল-কুদসের এই পুরনো শহরে। ইসরাইল ১৯৪৮ সালে দখল করেছিল পশ্চিম বায়তুল মুকাদ্দাস।
ট্যাগ্সসমূহ: ইকনা ، ইসরাইল ، ইহুদি ، মুসলমান ، আকসা
captcha