
বার্তা সংস্থা ইকনা: হাইসামী প্রসিদ্ধ সাহাবী আবু সাঈদ খুদরী ও সা’দ ইবনে আবি ওয়াক্কাস থেকে সহীহ সূত্রে বর্ণনা করেছেন। তেমনি হাকিম নিশাবুরী হযরত আলী এবং উম্মুল মুমিনীন উম্মে সালামা থেকে হাদীসটি বর্ণনা করে তা সহীহ বলে স্বীকৃতি দিয়েছেন।
তাছাড়া ইবনে কুতাইবা হযরত আয়েশা থেকে এবং ইবনে কাসির আবু সাঈদ খুদরী এবং উম্মে সালামা সূত্রে হাদীসটি বর্ণনার পাশাপাশি তার সমর্থনে অনুরূপ অর্থের কিছু হাদীস বর্ণনা করেছেন।
ইমাম ফখরুদ্দীন রাজী হাদীসটির শেষাংশে বর্ণিত : ‘হে আল্লাহ্! সত্যকে সেদিকে ঘুরিয়ে দাও। আলী যেদিকে ঘুরে’ অংশটি থেকে সিদ্ধান্ত নিয়েছেন যে, কেউ ইসলামের যে কোন বিষয়ে হযরত আলীর অনুসরণ করবে সে সত্য পথ প্রাপ্ত হবে।
বিশিষ্ট মুফাসসির ফখরুদ্দীন রাজী বলেছেন : যে হযরত আলীকে তার ইমাম ও নেতা হিসেবে গ্রহণ করবে নিঃসন্দেহে সে নিজের ও তার দীনের জন্য সুদৃঢ় হাতলকে আঁকড়ে ধরেছে। তাই যে ইসলামের বিষয়ে তাঁর অনুসরণ করবে সে অবশ্যই সত্যপথ প্রাপ্ত হবে। তার সপক্ষে দলিল হলো রাসূলের এই হাদীস : হে আল্লাহ্! আলী যেদিকে ঘুরে সত্যকে সেদিকে ঘুরিয়ে দাও।
হাকিম নিশাবুরী আলী (আ.) থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন, রাসূল বলেছেন : আল্লাহ্ আলীর উপর তাঁর রহমত বর্ষণ করুন। হে আল্লাহ্! আলী যে দিকে ঘুরে সত্যকে সেদিকে ঘুরিয়ে দাও।
হাইসামী সা’দ ইবনে আবি ওয়াক্কাস থেকে বর্ণনা করেছেন যে, তিনি বলেছেন, আমি আল্লাহর রাসূল (সা.)-কে বলতে শুনেছি : আলী সত্যের সঙ্গে এবং সত্য আলীর সঙ্গে সে যেখানেই থাকুক না কেন। সা'দের একথা শুনে (মদীনার বাইরে থেকে আগত) এক ব্যক্তি তাকে প্রশ্ন করল (তুমি ছাড়া) কে এ কথা শুনেছে? সাদ বললেন, এ কথা রাসূল (সা.) উম্মে সালামার গৃহে বলেছেন। এরপর তাকে উম্মে সালামার নিকট প্রেরণ করলেন। ঐ ব্যক্তি উম্মে সালামাকে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি বললেন, হ্যাঁ, মহানবী (সা.) আমার গৃহে এ কথা বলেছেন। তখন ঐ ব্যক্তি সা’দকে উদ্দেশ্য করে বলল: তুমি যেহেতু এ হাদীসটি জান সেহেতু আমার দৃষ্টিতে তুমি তিরস্কারের যোগ্য। তিন বললেন : কেন? সে বলল: যদি আমি রাসূলের নিকট এ হাদীস শুনতাম (এবং আলীকে জীবিত পেতাম) তবে আমার মৃত্যু পর্যন্ত আলীর সেবক হিসেবে থাকতাম।
হযরত আবুজর গিফারী মহানবী (সা.) থেকে বর্ণনা করেছেন যে, তিনি হযরত আলীকে উদ্দেশ্য করে বলেছেন : হে আলী! যে আমার থেকে বিচ্ছিন্ন হলো সে নিঃসন্দেহে আল্লাহর থেকে বিচ্ছিন্ন হলো এবং যে তোমার থেকে বিচ্ছিন্ন হবে সে নিশ্চিতভাবে আমার থেকে বিচ্ছিন্ন হয়েছে।
রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন: لَا يُحِبُّ عَلِيّاً مُنَافِقٌ، وَ لاَ يُبْغِضُهُ مُؤمِنٌ.
মুনাফিকরা আলীকে ভালোবাসে না, আর মুমিন তাঁকে ঘৃণা করে না।(সুনানে তিরমিযী ৫:৬৩৫/৩৭১৭, আর রিয়াদুন নাদ্রাহ ৩:১৮৯)