বারনামা সংবাদ সংস্থার বরাতে ইকনা জানায়, কুয়ালালামপুরে অনুষ্ঠিত ৬৫তম আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত ও হেফজ প্রতিযোগিতায় তিনি তেলাওয়াত বিভাগে প্রথম হন। এটি ছিল তাঁর দ্বিতীয়বারের অংশগ্রহণ; এর আগে ২০২২ সালেও তিনি মালয়েশিয়ার প্রতিনিধিত্ব করেছিলেন।
মালয়েশিয়ার পেরাক অঙ্গরাজ্যের তাইপিং শহরের এই ২৭ বছর বয়সী যুবক বলেন, এ জয় তাঁর কারী জীবনের শীর্ষ অর্জন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত আনন্দিত ও উচ্ছ্বসিত, কারণ এই প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় আমি বিজয়ী হলাম।”
ইমান জানান, তিনি ১৫ বছর বয়স থেকে প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন এবং মালয়েশিয়ার কারীদের কাছ থেকে শিক্ষা নিয়েছেন, পাশাপাশি ইরান ও ইন্দোনেশিয়ার কারীদের সাথে বন্ধুত্ব গড়ে তুলেছেন। তাঁর মতে, এ ধরনের আন্তর্জাতিক বিনিময় তাঁর তেলাওয়াতের বোধকে গভীর করেছে এবং পারফরম্যান্সকে উন্নত করেছে। তিনি প্রস্তুতিতে তাজবিদ, উচ্চারণ, কণ্ঠের গুণমান ও সুরেলা তেলাওয়াতকে নিজের শক্তির প্রধান উপাদান হিসেবে উল্লেখ করেন।
এ বছরের রমজানে তিনি ইরানের টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়ে মিশরীয় ও মালয়েশীয় ধাঁচের সমন্বয়ে তেলাওয়াত পরিবেশন করেন এবং পরে রাসুলুল্লাহ (সা.)-কে নিয়ে একটি নাশিদ পাঠ করেন। সেই সময় তিনি মালয়েশিয়ার বহুসাংস্কৃতিক সমাজে কোরআনিক সংস্কৃতি সম্পর্কেও আলোচনা করেন।
নারী বিভাগে, কেলানতান অঙ্গরাজ্যের ওয়ান সুফিয়া আইনি ওয়ান মোহাম্মদ জাহিদি অসুস্থতার মধ্যেও প্রথম স্থান অর্জন করেন। প্রতিযোগিতার দুই দিন আগে তিনি ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে কণ্ঠস্বর হারান, তবে কোনো বড় অসুবিধা ছাড়াই তেলাওয়াত সম্পন্ন করতে সক্ষম হন। তিনি জানান, পরিবার, শিক্ষক ও বন্ধুদের সহায়তাই তাঁকে অনুপ্রাণিত করেছে।
তেলাওয়াত ও হেফজ—উভয় বিভাগের বিজয়ীরা প্রত্যেকে ৪০ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত (RM) নগদ অর্থ, মালয়েশিয়ার ইসলামিক ইকোনমিক ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (YaPEIM) থেকে অন্যান্য উপহার ও সনদপত্র পেয়েছেন।
৬৫তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা ১ আগস্ট গাম্বিয়া ও মরক্কোর প্রতিনিধিদের পরিবেশনার মাধ্যমে কুয়ালালামপুর বিশ্ব বাণিজ্য কেন্দ্র (WTCKL)-এ শুরু হয় এবং ৮ আগস্ট সমাপ্ত হয়। প্রায় ৫০টি দেশের ৭২ জন প্রতিযোগী এতে অংশ নেন—যার মধ্যে ৪০ জন তেলাওয়াত বিভাগে এবং ৩২ জন হেফজ বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করেন।
ফলাফলে দেখা যায়, পুরুষদের তেলাওয়াত বিভাগে মালয়েশিয়ার ইমান রিজওয়ান প্রথম, ইন্দোনেশিয়া দ্বিতীয় এবং তুরস্ক তৃতীয় স্থান লাভ করে। নারীদের তেলাওয়াত বিভাগেও মালয়েশিয়ার প্রতিনিধি প্রথম হন।
হেফজ বিভাগের পুরুষদের মধ্যে জার্মানির মুসলিম প্রতিনিধি প্রথম, সিরিয়া দ্বিতীয় এবং ভারত তৃতীয় হয়। নারীদের হেফজ বিভাগে যথাক্রমে সিরিয়া, মালয়েশিয়া ও লিবিয়ার প্রতিনিধিরা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করেন। 4299142#